ঝালকাঠিতে আত্মসমর্পণ করে ‘আলোর পথে’ ২৩ মাদক ব্যবসায়ী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/12/11/jhalokathi-1.jpg)
ঝালকাঠিতে ২৩ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে ‘আলোর পথে’ ফিরে এসেছেন। বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম আজ বুধবার দুপুর ১২টায় ঝালকাঠি পুলিশ লাইন্স মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
আত্মকর্মসংস্থানসহ স্বাভাবিক জীবন-যাপনে পুলিশের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন ডিআইজি। তিনি ‘আলোর পথে’ ফিরে আসা ব্যক্তিদের হাতে ফুল ও শীতবস্ত্র তুলে দেন।
এ নিয়ে ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ২০৩ জন মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। পুলিশ তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ‘আলোর পথে’ নামের একটি সংগঠন গড়ে তুলেছে। এ সংগঠনের মাধ্যমে তাদের আইনি সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে।
ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান রসুল, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ও আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ী রুবেল হাওলাদার ও মাদকসেবী মিজানুর রহমান মিজু বক্তব্য দেন।
অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।