ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এ ব্যাপক ক্ষয়ক্ষতি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/10/jalkathi.jpg)
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ঝালকাঠিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচণ্ড ঝড়ে ৮১৭টি কাঁচা ঘরবাড়ি ও ৪১৫ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। টানা বৃষ্টি এবং সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট বেড়ে তলিয়ে গেছে ৬১৫টি মাছের ঘের ও পুকুর।
এ ছাড়া ৪১ হাজার ৯৫০ হেক্টর জমির উঠতি আমন, পাঁচ হাজার ২২০ হেক্টরের অন্যান্য ফসল ও এক হাজার ৪৫০ হেক্টরের শাকসবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য নিশ্চিত করে আরো জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে রয়েছে লক্ষাধিক মানুষ।
জেলা বন্যা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানিয়েছে, জেলার বিভিন্ন স্থানে তিন শতাধিক আশ্রয়কেন্দ্রে ৩০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের ওপর গাছপালা পড়ে ও খুঁটি উপড়ে যাওয়ায় গত রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গতকাল রাত ও আজ রোববার সকালে তাদের মধ্যে রান্না করা এবং শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। বৃষ্টির কারণে এবং পূর্ণিমায় জোয়ারের প্রভাবে জেলা সদরসহ জেলার বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় অনেক বাড়িতেই রান্না করা সম্ভব হয়নি।