ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কমিটি গঠন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/12/31/jhalakathi-pic-2.jpg)
কাজী খলিলুর রহমানকে সভাপতি এবং মো. শফিউল আজম টুটুলকে সাধারণ সম্পাদক করে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির ২৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন, স্বজন স্মরণ ও বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠিন করা হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন সদ্যবিদায়ী সভাপতি হেমায়েত উদ্দিন হিমু। সংগঠনের রিপোর্ট পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক দুলাল সাহা।
নবগঠিত কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি কাজী খলিলুর রহমান (মাছরাঙা), সিনিয়র সহসভাপতি শ্যামল সরকার (এটিএন বাংলা), সহসভাপতি মাসুদুল আলম (বাংলাভিশন), সাধারণ সম্পাদক মো. শফিউল আজম টুটুল (বিজয় টিভি), সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জলিল (আরটিভি) ও অলোক সাহা (এসএ টিভি), সাংগঠনিক সম্পাদক কে এম সবুজ (এনটিভি), কোষাধ্যক্ষ তরুন সরকার, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম (গাজী টিভি), সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক রতন আচার্য্য (জয়যাত্রা) ও দপ্তর সম্পাদক মো. বরকত হোসেন মৃধা (মাই টিভি)।
কাজী খলিলুর রহমানকে সভাপতি, মো. শফিউল আজম টুটুলকে সাধারণ সম্পাদক এবং কে এম সবুজকে সাংগঠনিক সম্পাদক করে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির ২৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ছবি : ফাইল ছবি