ঝিনাইদহে তিন বছরের শিশুকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে তিন বছরের শিশু জানাতুন্নেছাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্ত আসামিকে ধরার জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের রেলস্টেশনপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর লাশ আজ বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করানো হয়েছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম জানান, নিহত শিশুর বাবা তোফাজ্জেল হোসেন ওরফে টুকু মিয়া ভ্যানে করে পুরাতন কাপড়ের ব্যবসা করেন। তাঁর নিজ বাড়ির ভাড়াটিয়া দুলালও একই ব্যবসা করেন। গতকাল সন্ধ্যায় মেয়েকে খোঁজ করে কোথাও পাননি। একপর্যায়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে শিশু জানাতুন্নেছাকে ভাড়াটিয়া দুলালের ঘরে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
সেখান থেকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় শিশু জানাতুন্নেছাকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে গত রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, শিশুটিকে নির্মমভাবে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান দুলাল (৬০)। দুলাল মিয়ার বাড়ির সঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে না। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ।