ঝিনাইদহে নিখোঁজ কৃষকের মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার
নিখোঁজের সাত দিন পর ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে এক কৃষকের মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার রূপদাহ গ্রামের নিজ বাড়ির পাশের ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত কৃষকের নাম রিপন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বাড়ির পাশের ডোবায় রিপনের মাটিচাপা দেওয়া লাশের হাত দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ সেখান থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, নিহত রিপন গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় মাঠের ধান পাহারা দিতে গিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় পরের দিন তাঁর দুলাভাই শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিহত কৃষক রিপন দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। তিন বছর আগে তিনি দেশে ফিরে এসে চাষাবাদ শুরু করেন।