ঝিনাইদহে পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার, মা আটক
ঝিনাইদহে পুকুর থেকে আবু সালেহ মাহি (৫) ও সাফিয়া খাতুন (৭) নামের দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের মা মনিরা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মৃত শিশু দুটি হলো সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামের নজরুল ইসলামের সন্তান।
ঝিনাইদহ সদর থানার পরিদর্শক এমদাদুল হক জানান, মায়ের সঙ্গে মাহি ও সাফিয়া বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে মা মনিরা বেগম বাড়িতে ফিরে আসে। সন্তানদের না পেয়ে পাশের বাড়ির রাবেয়া খাতুনকে সঙ্গে নিয়ে পুকুরে খুঁজতে যান তিনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু দুটির মৃতদেহ পাওয়া যায়। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মা মনিরা বেগমকে আটক করেছে পুলিশ।
তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছেন ওই পুলিশ পরিদর্শক।
এর আগে গতকাল শনিবার জেলার মহেশপুর উপজেলার বাকোসপোতা গ্রামে একমাত্র শিশুপুত্র রাব্বীকে (৫) শ্বাসরোধ করে হত্যার পরে মা রিফা খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।