টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

গাজীপুর মহানগরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মরদেহ পরিদর্শন করছে পুলিশ। ছবি : এনটিভি
গাজীপুর মহানগরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে টঙ্গীর সুরতরঙ্গ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন জুলহাস ও মো. সায়েম। জুলহাস টঙ্গীর আউচপাড়ার আবুল কাশেমের ছেলে আর সায়েম রসুলবাগ এলাকার জিলু মিয়ার ছেলে।
টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বেলা সাড়ে তিনটায় গাজীপুর মহানগরের টঙ্গীর সুরতরঙ্গ সড়কে একটি দোকানের বিলবোর্ড নামাতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাকসুদা বলেন, দুপরের পর তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।