ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
সিলেটের গোলাপগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে গাড়িতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ভষ্মীভূত গাড়িটির চারজনের মৃত্যু হয়।
দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আলাউদ্দিন জানান, গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জায়গায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। গাড়ি থেকে ভষ্মীভূত মরদেহ উদ্ধার করা হলে প্রথমে তিনজনকে শনাক্ত করা হয়। পরে এক শিশুর মৃতদেহও চিহ্নিত করা হয়। এ ছাড়া আহত চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে প্রাইভেটকারের একজন যাত্রী রয়েছে। তার অবস্থা গুরুতর।
দুর্ঘটনার পর তাৎক্ষণিক এলাকাবাসী ৯৯৯ জরুরি নম্বরে কল দিলে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধারকাজ শুরু করে।
দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।