ডেঙ্গু রোগীর ৯৩ শতাংশ রাজধানীতে : স্বাস্থ্যমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/18/health.jpg)
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সারা দেশে ১৪শ রোগীর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি ১৩শ রোগী রয়েছে। যা দেশের মোট ডেঙ্গু আক্রান্তের ৯৩ শতাংশ। ’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে আজ সোমবার বিকেলে ডেঙ্গু নিয়ে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু রোগী কোথা থেকে আসছে, তা আমরা জরিপ করছি। কোন জায়গা থেকে কত রোগী আসছে, তা দেখা হচ্ছে। আমরা দেখেছি, ঢাকা সিটি করপোরেশন এলাকা থেকে বেশি ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে। এখানেই মশা বেশি জন্মাচ্ছে। সারা দেশের ১৪শ রোগীর মধ্যে ঢাকায় রোগী ১৩শ’র মতো (৯৩ শতাংশ)। ইতোমধ্যে ডেঙ্গুতে তিন জনের মৃত্যু হয়েছে। তবে একটি মৃত্যুও আমাদের কাম্য না।’
এ সময় সবাইকে বাড়িঘর পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন তিনি।