ঢাকা-আরিচা মহাসড়কে ভোক্তা অধিকারের অভিযান
মানিকগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ডিজেলের দাম বৃদ্ধির পর সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগে এ কার্যক্রম চালায় ভোক্তা অধিকারের জেলা কার্যালয়। উপজেলার মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে আজ বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়।
যাত্রীদের অভিযোগ—মানিকগঞ্জের বিভিন্ন সড়কে চলাচলরত বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল। ডিজেলের দাম বৃদ্ধিকে কারণ হিসেবে দেখিয়ে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ নিচ্ছিল বাসগুলো।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, আজ মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত বাসে অভিযান চালানো হয়েছে। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়, বাসে ভাড়ার মূল্য তালিকা না থাকার অভিযোগের সত্যতা মেলে। এসব অনিয়মের দায়ে কয়েকটি বাসে আর্থিক জরিমানা করা হয়েছে। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।