স্যালাইনের মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার অভিযান
ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়ায় স্যালাইন সংকট দেখা দিয়েছে। তাই শেরপুরে স্যালাইনের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার হাসপাতাল রোড ও নিউমার্কেট থেকে রঘুনাথ বাজার পর্যন্ত ওষুধের দোকানগুলোতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন শেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম। এ ছাড়া জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও পুলিস সদস্যরাও অভিযানে সহায়তার করেন।
এ সময় মূর্য বেশি রাখার অপরাধে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করে দেন অভিযান পরিচালনাকারীরা।