ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় আহত দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শ্যামলীঘাট এলাকায় ওই মোটরসাইকেল আরোহী আহত হন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ বিশ্বাস জানান, আজ দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বিজয়নগর থানাধীন শ্যামলীঘাট এলাকায় একটি মোটরসাইকেল মাধবপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা নোহা মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শিপন ও মো. মারুফ গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ব্রহ্মণবাডিয়া সদর হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সময় সন্ধ্যায় পথিমধ্যে দুজনই মারা যান। এ ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি।