তথ্যমন্ত্রীর কোনো কথা বিএনপি কানে নেয় না : নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘তথ্যমন্ত্রীর কাজই হলো জিয়া পরিবারের সমালোচনা করা। তাই তার কোনো কথা বিএনপি কানে নেয় না। তিনি না বলেন দেশের কথা, না বলেন নিজ মন্ত্রণালয়ের কথা। তার কাজই হলো জিয়া পরিবারের সমালোচনা করা।’
ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ ঘোষিত ১০ দফা দাবি এবং রাষ্ট্রকাঠামো মেরামতে দেওয়া ২৭ দফা প্রস্তাব বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এ কথা বলেন।
মির্জা ফখরুলকে নিয়ে নোংড়া রাজনীতি করলে সরকারের ক্ষতি হবে এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ জামিন দিয়েছেন আদালত। এরপরেও আমরা চিন্তায় আছি, না জানি আবার অন্য কোনো মামলায় তাঁকে আটকানো হয় কিনা। যদি সরকার মির্জা ফখরুলকে নিয়ে কোনো ধরনের নোংড়া রাজনীতি করে, তাহলে এতে সরকারের ক্ষতি হবে।’
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দুলু, সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানসহ জেলা, উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।