তাপসের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের একটি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোর রাতে সিটি করপোরেশনের ৬১ নম্বর ওয়ার্ডের দনিয়া বাজারের মায়ের দোয়া হোটেলের সামনে অবস্থিত কয়েকটি অস্থায়ী ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলর পদপ্রার্থীর অস্থায়ী নির্বাচনী ক্যাম্প হিসেবে এগুলো ব্যবহার করা হচ্ছিল।
স্থানীয়রা জানায়, সিটি করপোরেশন নির্বাচনে ৬১ নম্বর এই ওয়ার্ডের এই স্থানে শেখ ফজলে নূর তাপস এবং সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীদের ক্যাম্প হিসেবে এখানে নেতাকর্মীদের ভিড় থাকে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে রাত অবধিও নেতাকর্মীদের পদচারণা ছিল। কিন্তু সকালে এসে তারা দেখতে পায় সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা মনে করছে গভীর রাতে অথবা ভোরের দিকে এ ঘটনা ঘটেছে। যে কারণে প্রত্যক্ষদর্শী বলতে কেউ ছিল না।
দনিয়া এলাকায় অবস্থিত এ কে উচ্চ বিদ্যালয়ে শেখ ফজলে নূর তাপসের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আহ্সান বিন বাশার বলেন, ‘ক্যাম্প পুড়িয়ে দেওয়ার ঘটনায় আমরা স্তম্ভিত। শেখ ফজলে নূর তাপসের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা আশঙ্কা করছি। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি। আশা করছি, প্রশাসন দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।’