দিনাজপুরে মাথা থেতলানো যুবকের লাশ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/06/09/dinagpur-news-pic.jpg)
দিনাজপুরে আজ বুধবার নিহত যুবক মোহন মণ্ডলের মরদেহ দেখছে পুলিশ ও জনতা। ছবি : এনটিভি
দিনাজপুর সদরের মাতাসাগর এলাকা থেকে মোহন মণ্ডল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোহন মণ্ডলের (২৫) বাড়ি শহরের রাজবাড়ী এলাকায়।
দিনাজপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারের (এএসপি) সুশাস্ত সরকার জানান, আজ সকালের দিকে এলাকাবাসী লাশটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
সুশান্ত সরকার আরও বলেন, ‘ভারী কোনো জিনিস দিয়ে মুখে এবং মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা করা হবে।’