দুর্নীতির ভাঙা রেকর্ড বাজায় বিএনপি : হানিফ
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘গত ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এই উন্নয়ন অগ্রগতি মসৃণ পথে আসেনি। শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দক্ষ, মেধাবী, বিচক্ষণ বলেই সম্ভব হয়েছে। আর পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, পায়রা সমুদ্রবন্দর ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো মেগাপ্রকল্প নিয়ে কোনো ত্রুটি ধরতে পারেনি বলেই দুর্নীতির কথা বলে ভাঙা রেকর্ড বাজায় বিএনপি।’
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির আয়োজনে আজ বুধবার ‘টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন রাখেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘দুর্নীতির কথা বিএনপি নেতাদের মুখে মানায় না। কারণ বিএনপি ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বে এক নম্বর হয়েছিল। হাওয়া ভবন বানিয়ে দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছিল। ক্ষমতায় থাকাকালে নিজেদের সীমাহীন দুর্নীতি আড়াল করতেই তারা সরকারের বড় বড় প্রকল্পে বড় বড় দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেন। এসব বলে তারা নিজেদের দুর্নীতি ঢাকতে চায়।’
হানিফ বলেন, ‘দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া ও তারেক রহমান, এর পরেও তাদের মুখে দুর্নীতির কথা মানায় না। কোনো ব্যবসাবাণিজ্য ছাড়া, কোনো আয়-ইনকাম ছাড়া লন্ডনে বাড়ি, চার-পাঁচটা গাড়ি নিয়ে আয়েসি জীবনযাপন তারেক রহমান করেন কীভাবে? আয়ের উৎস কী? ক্ষমতায় থাকাকালে সীমাহীন দুর্নীতি করে আজকে কি এই আয়েসি জীবন?’
২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে ১০ টাকায় চাল দেওয়ার প্রতিশ্রুতির কথা তুলে ধরে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘অনেকেই বলেন ১০ টাকার চালের কথা। আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি, শেখ হাসিনা প্রতিশ্রুতি রেখেছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি মানুষকে দশ টাকার চাল দেওয়া হচ্ছে। এটা নিয়েও মিথ্যাচার করছে বিএনপিসহ অনেকেই।’
এ সময় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, ‘বিএনপি সরকার বিদ্যুৎ উৎপাদনে সম্পূর্ণ ব্যর্থ ছিল। বর্তমান আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শতভাগ বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছে। সরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। বর্তমান সরকারের উন্নয়নে বিএনপি-জামায়াত, জঙ্গিজোট ভেসে যাবে।’
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হোসেন মনসুরের সভাপতিত্বে ও প্রকৌশলী রনক আহসানের সঞ্চালনায় আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, প্রকৌশলী শাহরিয়ার আহমেদ চৌধুরী বক্তব্য দেন।