দু-ঘণ্টায় মা-বাবা, একদিন পর মারা গেল শিশুটি
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ বাবা মায়ের পর এবার মারা গেল দুই বছরের ছোট্ট শিশু ফাতেমা আক্তারও। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। গত রোববার বাবা আব্দুল করিম (৩০) ও মা খাদিজা আক্তারকে (২৫) হারায় সে।
আজ মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
এস এম আইয়ুব বলেন, ‘যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকা থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে হয়ে দগ্ধ বাবা-মায়ের পর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুই বছরের শিশু ফাতেমা আক্তারও আজ মারা গেছে। ফাতেমার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল।’
গত বুধবার দিনগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার কোনাপাড়ার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশু ফাতিমা ও তার বাবা-মা দগ্ধ হয়। তাদের উদ্ধার করে ভোর পাঁচটার দিকে বার্ন ও প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ৪টার দিকে স্ত্রী মোছা. খাদিজা আক্তার ও ৬ টার দিকে আব্দুল করিম মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মর্গ থেকে মরদেহ নিহতদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’