দেশ থেকে ৫ লাখ হাজার কোটি টাকার বেশি পাচার হয়েছে : মেনন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/01/rajshihi.jpg)
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, ব্যাংক লুট হয়ে যাচ্ছে প্রতিদিন। ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে। অথচ ব্যাংক দেউলিয়া হলে তার দায় নাকি জনগণকে নিতে হবে।
জনগণ কেন লুটেরাদের দায় নেবে—সে প্রশ্ন তুলে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ থেকে পাঁচ লাখ হাজার কোটি টাকার ওপরে বিদেশে পাচার হয়েছে। তিনি টাকা পাচারকারীদের পরিচয় প্রকাশ করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
শনিবার বিকেলে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন।
এ সময় কৃষকের উৎপাদিত পণ্যের দাম নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়ে রাশেদ খান মেনন বলেন, ‘কৃষকের যখন ফসল ঘরে ওঠে, সেই কৃষককে আপনারা ধানের দাম দিতে পারেন না। কৃষকেরা রাগে-ক্ষোভে তাঁদের ক্ষেতের ধান আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আমরা বারবার সরকারকে বলছি, ধানের দাম দাও। আজকে কৃষকের হাতে ধান নেই। চালের দাম বাড়ছে হু হু করে। কৃষকের ঘরে যখন ধান নেই, তখন মিল মালিকরা প্রতিদিন প্রতি সপ্তাহে চালের দাম বাড়িয়ে দিচ্ছে।’
১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতা মেনন বলেন, ‘ব্যাংক লুট হয়ে যাচ্ছে প্রতিদিন। সেই ব্যাংক যখন দেউলিয়া হয়ে যাবে, তার দায় নাকি নিতে হবে জনগণকে। কেন জনগণ এই ব্যাংক ডাকাতদের দায় নেবে?’
ঢাকা-৮ আসনে নৌকা প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, ‘বিদেশে টাকা পাচার হচ্ছে। এক টাকা নয়, দুই টাকা নয়, ২০১৪ সালে এক বছরে ৭৬ হাজার কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। আর আমি বলি, আজকে সেই পাচার হয়ে টাকার পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ হাজার কোটি টাকার ওপরে, যা দিয়ে আমাদের দেশের একটি বাজেট আমরা তৈরি করতে পারি।’
রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকুর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। রাজশাহী বিভাগের আট জেলার দলীয় নেতাকর্মীরা জনসভায় যোগ দেন।