দোকানে নেই সয়াবিন তেল, গুদামে মিলল ৮০০ লিটার
দাম বাড়াতে ভোজ্যতেল মজুত করায় রোববার রাজশাহী নগরীর হাদির মোড় এলাকার সাহাবুদ্দিন স্টোর নামের একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, হাদির মোড় এলাকার সাহাবুদ্দিন স্টোরে বোতলজাত সয়াবিন তেল কিনতে গেলে নেই বলে ক্রেতাদের ফিরিয়ে দেওয়া হচ্ছিল। অথচ দোকানের পাশে গুদামে তারা থরে থরে সাজিয়ে রেখেছিল বিভিন্ন ব্রান্ডের সয়াবিন তেলের বোতল। স্থানীয় ক্রেতাদের এমন তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে ক্রেতা সেজে সাহাবুদ্দিন স্টোরের মালিক জুয়েলকে পাকড়াও করা হয়। তার গুদাম থেকে ৮০০ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়। কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টার দায়ে দোকান মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আগামী দুই দিনের মধ্যে মজুদ সয়াবিন তেল খোলা বাজারে বিক্রি করবেন বলে দোকানির কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
এদিকে, সয়াবিন তেলের বোতলের গায়ে দাম মুছে ফেলে বেশি দামে বিক্রি করার অভিযোগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে একটি টিম রোববার জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাটে মেসার্স প্রিয় স্টোরকে ৩৫ হাজার টাকা এবং মামুন অ্যান্ড ব্রাদার্সকে সাত হাজার টাকা জরিমানা করেছে।
এর আগে গত বৃহস্পতিবার নগরীর উপশহর নিউমার্কেটের রইস উদ্দিন স্টোরে সয়াবিন তেলের বোতলের গায়ের দাম মুছে ফেলে বেশি দামে বিক্রি করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। একই অভিযোগে উপশহর এলাকার মেসার্স এস আলম ট্রেডার্স নামের একটি দোকান প্রথমে সিলগালা করে দিয়েছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে দোকান মালিক শুনানিতে অংশ নিয়ে মুচলেকা দিয়েছেন। এজন্য ২০ হাজার টাকা জরিমানা আদায় করে তার দোকানের সিলগালা খুলে দেওয়া হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা হাসান-আল-মারুফ বলেন, ‘যেখানে বেশি দামে পণ্য বিক্রি হবে, তাদের আইনের আওতায় আনা হবে। এজন্য ভোক্তাদেরও সহযোগিতা প্রয়োজন। রাজশাহী নগরীতে ভোজ্য তেলের ঘাটতি নেই। পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ মজুত গড়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। তথ্য পেলেই সেখানে দ্রুত অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এজন্যে তথ্য দিয়ে সবাইকে সহায়তা করার আহ্বান জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা হাসান-আল-মারুফ।