ভোক্তা অধিকারের সঙ্গে বাজার মনিটরিংয়ে সাধারণ শিক্ষার্থীরা
সুনামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও বাজার দর মনিটরিং করতে ভোক্তা অধিকারের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। আজ রোববার (১১ আগস্ট) দুপুরে জেলা শহরের পৌর এলাকায় এই বাজার মনিটরিং করা হয়।
এই বাজার মনিটরিংয়ের সময় শিক্ষার্থীরা আলু, পেঁয়াজ, তেল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঠিক আছ কি না, তা দোকানে গিয়ে যাচাই করেন। একই ভাবে সবজি ও মাছ বাজারে গিয়ে একই ভাবে বাজার মনিটরিং করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্যাবের সভাপতি অ্যাডভোকেট নাফির আফিন্দি, সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী শিক্ষার্থী নাহাত হাসান পৌলমী, ইমন দোজা ও মুক্তাদির।
শিক্ষার্থীদের পক্ষ থেকে নাহাত হাসান পৌলমী জানান, ভোক্তা অধিকারের কর্মকর্তাদের সঙ্গে বাজারের কার্যক্রম এবং দেশের বতমান পরিস্থিতিতে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, মাছ ও সবজির দাম সহনীয় পর্যায়ে রাখতে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে জেলার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, মাছ ও সবজির দাম ক্রেতার সাধ্যের মধ্যে থাকায় শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় ভোক্তা অধিকারের উপপরিচালক আল আমিন জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভোক্তা অধিকারের কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় এই কার্যক্রমে সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করে তাদেরও বাজার পরিস্থিতি দেখতে নিয়ে যাওয়া হয়। তিনিও জানান জেলায় বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।