ধামরাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ঢাকার ধামরাই উপজেলায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মমিন মিয়া (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার সোমভাগ ইউনিয়নের বাদি গাঁওয়াইল এলাকা থেকে গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় মামলা করায় শিশুটির পরিবারকে মারধর করে বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যেরা আতঙ্কিত বলে জানিয়েছেন।
শিশুটির বাবা বলছেন, কয়েকদিন আগে তাঁর মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন মমিন। কিন্তু তখন তাঁকে ক্ষমা করে দিয়েছিলেন তিনি। এর মধ্যে দুদিন আগে আবারও তাঁর মেয়েকে ধর্ষণ করেন মমিন। সেজন্য গতকাল বুধবার ধামরাই থানায় মমিনকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির বাবা। পরে গতকাল রাতেই পুলিশ মমিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এদিকে, মমিনকে আটকের পরই তাঁর বাবা শিশুটির বাবাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ছাড়া তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ঘর পুড়ে যাওয়ার পর এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে শিশুটির পরিবার চরম আতঙ্কে রয়েছে বলে জানিয়েছে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘মারধর ও বাড়িতে আগুন ধরানোর অভিযোগ এখনও পাইনি। তবে ধর্ষণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।’