নবীগঞ্জে জমির বিরোধে দুইজনকে কুপিয়ে জখম
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের কোপে জখম হয়েছেন দুই ব্যক্তি। আজ শনিবার দুপুরে উপজেলার ১ নম্বর বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের হাওড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহতরা হলেন রিংকু চৌধুরী (৩৫) ও তাঁর কাকা রঞ্জন চৌধুরী (৫২)। তাদের বাড়ি ১ নম্বর বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে।
এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা যায়, ওই গ্রামের মনোজ চৌধুরী ও রিংকু চৌধুরীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে মনোজ চৌধুরী হাওড়ে তাদের ফিশারির পাড়ে মাটিকাটা শুরু করলে তাতে বাধা দেন পাশের জমির মালিক রিংকু চৌধুরী।
এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ড হয়। একপর্যায়ে মনোজ চৌধুরী উত্তেজিত হয়ে হাতে থাকা রামদা দিয়ে রিংকু চৌধুরীর ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় রিংকুকে বাঁচাতে তাঁর কাকা রঞ্জন চৌধুরী এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে ক্ষত-বিক্ষত করেন মনোজ চৌধুরী।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় রিংকু চৌধুরী ও রঞ্জন চৌধুরীকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ওই দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।