নির্বাচনি সহিংসতার মামলায় ইউপি মেম্বার গ্রেপ্তার
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার জাহিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত বছরের ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউপি নির্বাচনের দিন উত্তর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন অগ্রণী ব্যাংক চাঁদপুরের সিনিয়র অফিসার মো. আলমগীর তপাদার। ওদিন সকাল ১১টার দিকে ফুটবল মার্কার মেম্বার পদপ্রার্থী জাহিদুল ইসলাম খানের নেতৃত্বে ৮০-৯০ জন সমর্থক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করে। এ ছাড়া বেআইনিভাবে দলবদ্ধ হয়ে সরকারি ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা বাধা দিলে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে মারমুখী আচরণ করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ব্যাপক ভাঙচুর, সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটায়। পরবর্তী সময়ে কর্মকর্তাদের ওপর হামলা করে ব্যালট পেপার ও বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ ঘটনায় সরকারি কাজে বাধা ও সরকারি মালামাল ক্ষতি সাধনের অভিযোগ এনে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আলমগীর তপাদার বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশন) এনামুল হক চৌধুরী বলেন, ‘মূলত ইউপি মেম্বার জাহিদের বিরুদ্ধে নির্বাচনী সহিংসতার মামলা রয়েছে। সেই আলোকে আজ দুপুরে তাঁর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার আসামিকে আদালতে পাঠানো হবে।