নির্বাচন সামনে রেখে চোখ-কান খোলা রাখা হবে : দুদক চেয়ারম্যান

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দুর্নীতি দমন কমিশন (দুদক) ‘চোখ-কান খোলা রাখবে’। বিশেষ করে যারা সংসদ নির্বাচনে প্রার্থী হবেন, তাদের হলফনামার বিষয়টি নজরদারি করা হবে। এসব কথা বলেছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
আজ মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দুদক চেয়ারম্যান। এসময় দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক এবং দুদক সচিব মো. মাহবুব হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে বলেছেন। দুদক স্বচ্ছতার সঙ্গে সাধ্যমতো কাজ করে যাচ্ছে, এ বিষয়ে রাষ্ট্রপতিকে অবগত করা হয়েছে বলেও জানান মঈনউদ্দীন আবদুল্লাহ।
সম্প্রতি আলোচিত দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের ‘অর্থপাচার’ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘এমন কোনও তথ্য তাদের কাছে নেই, পেলে কাজ করবে দুদক।’
দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘আদালতে দুর্নীতির মামলা প্রমাণে আগের বছরগুলোর তুলনায় আমরা অনেক এগিয়েছি। এফআরটি বা ফাইনাল রিপোর্ট কমেছে। মামলার সংখ্যা বাড়ছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেন, ‘বিগত বছরগুলোর চেয়ে দুর্নীতি দমন কমিশন অনেক ভালো অবস্থানে রয়েছে। যেসব ক্ষেত্রে মানুষের আস্থা বৃদ্ধি প্রয়োজন, সেক্ষেত্রে বেড়েছে। দুদক যে তৎপর, সেটা দুদকের কাজকর্মেই বোঝা যায়। দুদকের কার্যক্রমে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন এবং কিছু পরামর্শ দিয়েছেন। তিনিও (রাষ্ট্রপতি) মনে করেন, বিশ্বাসের জায়গাগুলোতে দুদকের ওপর আস্থা বেড়েছে মানুষের।’
দুদকের আরেক কমিশনার মো. জহুরুল হক বলেন, দুদকের এই কমিশনার আরও বলেন, ‘শতভাগ না হলেও দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি অনেক কমেছে।’ দুদক নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তারা মিথ্যা তথ্য দিয়েছে। সঠিক তথ্য দেয়নি।’