কারিগরি শিক্ষা অধিদপ্তরে দুদকের অভিযান

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অধিদপ্তরের অধীন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে দুই হাজার ১০৯ কোটি টাকার টেকনিক্যাল টিচার্স ফর ফিউচার (টিটিএফ) প্রকল্পে অতিরিক্ত ব্যয় নির্ধারণ করে ডিপিপি তৈরি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। আজ রোববার (২৩ মার্চ) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এনফোর্সমেন্ট টিম প্রকল্পের তথ্য সংগ্রহ করে।
প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও ডিপিপি পর্যালোচনা করে দেখা যায় যে, এডিবি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত টিটিএফ প্রকল্পের ডিপিপিতে কনসালটেশন ফি বাবদ প্রায় ১৩৫ কোটি টাকা, বিদেশে প্রশিক্ষণ বাবদ প্রায় ৬৫ কোটি টাকা এবং প্রতি বর্গমিটার ভবন নির্মাণ বাবদ প্রায় ৬৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে- যা এনফোর্সমেন্ট টিমের কাছে স্বাভাবিকের চেয়ে অতিমূল্যায়ন বলে প্রতীয়মান হয়।
এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনে মশা নিধনের ঔষধ ক্রয়ের কার্যাদেশ প্রদানে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত গাজীপুর জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট পরিচালনা করা হয়। অভিযানকালে বর্ণিত ক্রয় সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। এ ছাড়াও ক্রয় সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে দুদক টিম। প্রাথমিক পর্যালোচনায় অভিযানকালে কেনাকাটায় অনিয়মের প্রমাণ পাওয়া গিয়েছে।