নেত্রকোনায় ধানক্ষেতে মিলল অজ্ঞাত নবজাতক
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ধানক্ষেতে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক নবজাতককে (ছেলে শিশু) উদ্ধার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যার দিকে কেন্দুয়া পৌরসভার আদমপুর এলাকার একটি ধানক্ষেত থেকে ওই নবজাতকটিকে উদ্ধার করে এলাকাবাসী। নবজাতককে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মারিফ মাহমুদ শুভ এ তথ্য নিশ্চিত করেন।
মাহমুদ শুভ জানান, ধানক্ষেতে পড়ে থাকায় শিশুটির শরীরে পিঁপড়া ও ময়লা লেগে ছিল। হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে।
মাহমুদ শুভ আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে আজকেই বাচ্চাটির জন্ম হয়েছে এবং শিশুটির ওজন তিন কেজি।’
এ সময় হাসপাতালে থাকা কেন্দুয়া থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন স্থানীয় আদমপুর গ্রামের কৃষক আব্দুর রহমান হাওর থেকে বাড়ি ফেরার পথে নবজাতকটিকে একটি ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন। পরে ওই কৃষকের ডাক-চিৎকারে এলাকার কিছু তরুণ এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নবজাতকটি দেখতে আসা আদমপুর গ্রামের সুমন মিয়ার স্ত্রী হাওয়া আক্তার বলেন, ‘শুনলাম ধানক্ষেত থেকে একটি ছেলে শিশু পাওয়া গেছে। এটা শুনেই শিশুটিকে দেখতে হাসপাতালে ছুটে আসলাম। আমাদের কোনো সন্তান নেই। শিশুটিকে আমাদের কাছে দেওয়া হলে আমরা তাকে লালন-পালন করতে চাই।’