নেত্রকোনায় স্কুলছাত্রী নিহতের ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অটোরিকশার চাপায় স্কুলছাত্রী পরশ মণি নিহতের ঘটনায় চালকের ফাঁসি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের খান বাহাদুর কবীর উদ্দিন খান বাজারে মদন-মোহনগঞ্জ সড়কে গতকাল শুক্রবার এ মানববন্ধন কর্মসূচির অয়োজন করা হয়।
দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে সমাজ সহিলদেও ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ হাজারো মানুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুল হক, স্কুল শিক্ষক গোলাম সারোয়ার পারভেজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সোহরাব খান, খান বাহাদুর কবীর উদ্দিন খান বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলী খান, সমাজ সেবক আসাদ খান প্রমুখ।
গত বুধবার দুপুরে মোহনগঞ্জের পাথরকাটা গ্রামের এছা মিয়ার মেয়ে সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী পরশ মণি অটোরিকশার চাপায় নিহত হয়। পরশ মণি কিছু কেনাকাটার জন্য খান বাহাদুর বাজারে যাচ্ছিল। পথে জয়পুর থেকে মোহনগঞ্জগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অটোরিকশার চালক পালিয়ে যান।
ওই অটোরিকশার চালক মাঘান-শিয়াদার ইউনিয়নের বাকরপুর গ্রামের বাবুল মিয়া (৩০) বলে জানায় স্থানীয়রা।