পঞ্চগড়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/06/22/panchagarjh-tcb-news-pic.jpg)
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বুধবার পঞ্চগড় পৌরসভার আয়োজনে পঞ্চগড় চিনিকল মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনের সময় পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলায় ১৬ জন ডিলারের মাধ্যেমে ৬৯ হাজার ৭৫টি ফ্যামিলি কার্ডের আওতায় তৃতীয় পর্বে ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল এবং ১১০ টাকা কেজি দরে দুই লিটার করে সয়াবিন তেল দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘গত পবিত্র ঈদুল ফিতরে প্রধানমন্ত্রী এক কোটি নিম্ন আয়ের মানুষকে টিসিবির পণ্য দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক কোটি পরিবারে টিসিবির পণ্য সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে। সুশৃঙ্খলভাবে টিসিবির পণ্য বিক্রিতে ডিলার, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।’