পর্যটনশিল্পের বিকাশে বান্দরবানে হচ্ছে আধুনিক বাস টার্মিনাল
পর্যটনশিল্পের বিকাশে বান্দরবানে ও রুমায় আধুনিক বাস টার্মিনাল করা হচ্ছে। আজ শনিবার উদ্বোধন করা হয়েছে এর কাজ। বান্দরবান শহরের হাফেজঘোনা এলাকায় কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
বান্দরবান প্রকৌশল বিভাগ তথ্যমতে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ছয় কোটি টাকা ব্যয়ে বান্দরবান জেলা বাস টার্মিনাল এবং এক কোটি টাকা ব্যয়ে রুমা উপজেলা বাস টার্মিনাল পুনর্নির্মাণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘পার্বত্যবাসীর উন্নয়নে আন্তরিক সরকার। পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার নানামুখী প্রকল্প হাতে নিয়েছে। পর্যটনশিল্পের বিকাশে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ এবং অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।’
এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন হারুন উর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাস শেখর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষ্মীপদ দাস, রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অমল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।