পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসীদের দিয়ে স্বামীকে নির্যাতনের অভিযোগ
সাভারে পাওনা টাকা চাওয়ায় ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে স্বামীর হাত-পা বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার শোভাপুর এলাকায় গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম আমির হোসেন (২৯)। তিনি বরগুনা জেলার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত স্ত্রীর নাম রাহিমা খাতুন।
অভিযোগ উঠেছে, সাভারের রাজফুলবাড়িয়ার পানপাড়া এলাকায় স্ত্রী রাহিমা খাতুনকে নিয়ে একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন আমির হোসেন। এর মধ্যে ১২ দিন আগে পারিবারিক কলহের জের ধরে আমিরকে তালাক নোটিশ পাঠান স্ত্রী রাহিমা খাতুন। তালাকনামা দিয়ে শোভাপুর এলাকায় নিজের মা-বাবার ভাড়াবাসায় গিয়ে ওঠেন রাহিমা। কিন্তু তালাক দেওয়ার আগে স্বামী আমির হোসেনের কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নেন তিনি। পরে রাতে আমির হোসেন তাঁর স্ত্রী রাহিমার কাছে গিয়ে পাওনা ৭০ হাজার টাকা চান। এ সময় পাওনা টাকা না দিয়ে স্ত্রী রাহিমা খাতুন ছয় থেকে সাত জন সন্ত্রাসীকে ভাড়া করে স্বামীকে একটি কক্ষে আটকে হাত-পা বেঁধে ছুরি ও খুর দিয়ে নির্যাতন করেন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করেন। আহত আমিরের সারা শরীর ধারালো ছুরি ও খুরের আঘাতে ক্ষত-বিক্ষত হওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) আল আমিন জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।