পাবনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/29/pabna.jpg)
ম্যাপ।
স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে জামশেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকা থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়
সিআইডি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত তোজাম শেখকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামে তোজাম শেখ তার স্ত্রী হামিদা খাতুনকে কুপিয়ে হত্যা করেন। এরপর তিনি তার স্ত্রীর দুটি পা এবং হাত দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন।
ঘটনার ১৩ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় বলে জানান সিআইডির ওই কর্মকর্তারা।