পাবনার আমিনপুর থানা আ.লীগের সভাপতি ইউসুফ, সম্পাদক বাবু
পাবনার নবগঠিত আমিনপুর থানা আওয়ামী লীগের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনপুর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. ইউসুফ আলী খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরেক যুগ্ম আহ্বায়ক বেড়া উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল হক বাবু।
আজ শনিবার আমিনপুর থানা আওয়ামী লীগের প্রথম সম্মেলন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
পাবনার বেড়া উপজেলার পাঁচটি এবং সুজানগর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে আমিনপুর থানা গঠিত হয়েছে। আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে দেড় ডজন নেতাকর্মী প্রার্থী ছিলেন। পরে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে আলাপ আলোচনার পর এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
এ ছাড়া পুরানভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এ এম রফিকউল্লাহ সিনিয়র সহসভাপতি, সুজানগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহিন চৌধুরী ও নারী নেত্রী সুষমা রানী সাহাকে সহসভাপতি ও এজাজ আহমেদ সোহাগকে ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ও মোছা. আনোয়ারা আহম্মেদকে মহিলা সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক সাংসদ গোলাম ফারুক প্রিন্স।
পাবনায় আমিনপুর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, কোনো জাতীয় সরকার নয়, বর্তমান সরকারের অধীনে সংবিধান অনুসারেই আগামী ২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে।