পাবনায় প্রতিপক্ষের গুলিতে ‘চরমপন্থী নেতা’ নিহত

পাবনার ঢালারচরে চরমপন্থী সর্বহারা দলের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে আতিয়ার সরদার (২৮) নামের এক ব্যক্তিকে প্রতিপক্ষ গুলি করে হত্যা করেছে বলে পুলিশ দাবি করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বেড়া উপজেলার আমিনপুর থানার ছাইথুপির চর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত আতিয়ার নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। আতিয়ার দুই মাস আগে জেল থেকে জামিনে ছাড়া পেয়ে ব্যবসা করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন। তাঁর বিরুদ্ধে পাবনার আমিনপুর ও রাজবাড়ীর পাংশা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। চরমপন্থী দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ঘটনার সময় কাকসিমুল খানকা শরিফ বাজারে একটি দোকানে বসেছিলেন আতিয়ার সরদার। এ সময় সর্বহারা দলের প্রতিপক্ষের সদস্যরা তাঁকে ডেকে নিয়ে বাজারের পেছনে নিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হত্যার করে চলে যাওয়ায় সময় হামলাকারীরা সর্বহারা পার্টির স্লোগান দিয়ে রাজবাড়ীর পদ্মা নদীর দিকে চলে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ এবং ছয়টি রাইফেল ও একটি শটগানের গুলির খোসা উদ্ধার করে।