পা পিছলে ছাদ থেকে পড়ে সাতক্ষীরায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
ছাদ থেকে পা পিছলে পড়ে সাতক্ষীরায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম মো. আনারুল ইসলাম (৫০)। তিনি সদর উপজেলার খানপুর ইউনিয়নের মৃত মাওলা বক্সের ছেলে।
আজ শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় একটি ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে আহত হবার পর চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই নির্মাণ শ্রমিক সাতক্ষীরার দক্ষিণ পলাশপোল এলাকায় মো. আজগর আলী নামের এক ব্যক্তির ভবনের দোতলায় জমে থাকা পানি অপসারণের কাজ করছিলেন। অসাবধনতা বশত তিনি পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।