পুলিশ জখমের ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা
কিশোরগঞ্জের ভৈরবে দুই পুলিশকে কুপিয়ে জখম করে মাদক মামলার আসামি ছিনতাই ঘটনায় ৩১ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। ভৈরব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় ছয়জনের নাম উল্লেখসহ প্রধান আসামি করা হয়েছে মাদক কারবারি রাসেলকে। রাসেলের বাড়ি শহরের ভৈরবপুর উত্তরপাড়ায়। মামলায় অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে ২৫ জনকে। তবে এখনও কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাত ৮টার দিকে একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি রাসেলকে শহরের ঘোড়াকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করেন পুলিশের এএসআই মো. রেজাউল করিম ও আব্দুল করিম। তাকে থানায় নিয়ে আসার পথে একটি রিকশার গ্যারেজের কাছে পৌঁছালে মামুন ও সানি নামের রাসেলের দুই স্বজনের নেতৃত্বে ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন। এ সময় তারা আসামি রাসেলকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আহত ওই দুই পুলিশ কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সামান্তা ইসলাম জানান, রাত ৯টার দিকে আহত দুই পুলিশ কমৃকর্তা রক্তাক্ত আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের মধ্যে রেজাউল করিম হাত ও গলায় আর আব্দুল করিম হাতে আঘাতপ্রাপ্ত ছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আহত দুই পুলিশ সদস্যকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে বিশ্রামে রাখা হয়েছে। পলাতক আসামি রাসেলসহ অন্য হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।