পুলিশ হেফাজতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫ পুলিশ আহত
রাজধানীর বংশাল থানার ভেতরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে। এতে আহত এক পুলিশ সদস্যের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহতেরা হলেন—সহকারী উপপরিদর্শক (এএসআই) তাজুল ইসলাম এবং কনস্টেবল নজরুল ইসলাম, সজীব, শফিকুল ও সুমন।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
ওসি আবুল খায়ের বলেন, ‘গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় থেকে ইমন ও জুয়েল নামের দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ। পরে তাদের বংশাল থানায় আনা হয়। গাড়ি থেকে নামানোর পরপরই হঠাৎ ছিনতাইকারী ইমন তার পকেটে থাকা চাকু বের করে এলোপাতাড়ি আক্রমণ করে। এতে পাঁচ জন আহত হন।’
আবুল খায়ের আরও বলেন, ‘কনস্টেবল নজরুল ইসলামের অবস্থা গুরুতর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পেটে গুরুতর জখম হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।’
পরে আহত কনস্টেবল শফিকুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘আমি এখন রাজারবাগ পুলিশ হাসপাতালে যাচ্ছি। কথা বলতে কষ্ট হচ্ছে।’