প্রকাশিত সংবাদ প্রসঙ্গে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বক্তব্য
‘১৩ বছরে ৫১ মানবতাবিরোধী অপরাধ মামলার রায়, নতুন অভিযোগ নেবে না ট্রাইব্যুনাল’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপানো হয় এনটিভি অনলাইনে। এটি প্রকাশিত হয় গত ২৬ মার্চ। সেই প্রতিবেদনের অংশবিশেষ সত্য নয় বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গতকাল সোমবার (১১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপপরিচালক (প্রশাসন) মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এই দাবি করা হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়েছে, “সংবাদটি অত্র সংস্থার দৃষ্টি আকর্ষিত হয়েছে। ‘নতুন করে আর কোনো অভিযোগ নেওয়া হবে না। এর মধ্য দিয়ে ট্রাইব্যুনালের কার্যক্রম সমাপ্তি ঘটেছে’ এ বক্তব্যের সঙ্গে তদন্ত সংস্থার কোনো সংস্রাব নেই। অত্র সংস্থার সমন্বয়ক এম সানাউল হক বা অন্য কোনো কর্মকর্তার সঙ্গে প্রতিবেদকের কোনো যোগাযোগ হয়নি। এমনকি, টেলিফোনের মাধ্যমেও বক্তব্যের সত্যতা যাচাই করা হয়নি।”
প্রতিবাদলিপিতে আরও জানানো হয়েছে—‘নতুন করে আর কোনো অভিযোগ নেওয়া হবে না। এর মধ্য দিয়ে ট্রাইব্যুনালের কার্যক্রম সমাপ্তি ঘটেছে’ এ ধরনের মন্তব্য কেউ করেনি বা করার এখতিয়ারও নেই। এমন সংবাদ জনমনে, ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও বিচার সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।