প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সেই বিএনপিনেতার বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা হয়েছে। রোববার (২১ মে) রাতে পুঠিয়া থানায় মামলাটি করা হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, রোববার (২১ মে) রাতে বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। পুলিশ আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।
এর আগে গত শুক্রবার (১৯ মে) বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। আড়াই মিনিটের বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, আমরা এখন আর ১০ দফা ২৭ দফার মধ্যে নেই। আমাদের এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়কের এই বক্তব্য ভাইরাল হয়।