ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে জখম
ফরিদপুরে মিরাজুল ইসলাম মিরাজ (৪০) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার চুনাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
ভাটিলক্ষীপুর এলাকার বাসিন্দা মিরাজুল ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সহ-সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ব্যক্তিগত কাজ সেরে ভাটিলক্ষীপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন মিরাজ। বাড়ির কাছাকাছি চুনাঘাট এলাকায় পৌঁছালে কয়েকজন দৃর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত ভূক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’