ফরিদপুরে ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/24/faridpur-news.jpg)
ফরিদপুরের সদরপুরে গতকাল দুপুরে ইয়াবাসহ আটক হওয়া ইমরান বেপারী। ছবি : এনটিভি
ফরিদপুরের সদরপুর উপজেলায় ৪০০ পিস ইয়াবাসহ ইমরান বেপারী (২৯) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার নাজিম কাজীরডাঙ্গী এলাকার একটি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল দুপুরের দিকে উপজেলার নাজিম কাজীরডাঙ্গী এলাকার ইমরান বেপারীর দোকানের সামনে থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
ওসি আরও বলেন, ‘আটকের সময় ইমরানের কাছে ইয়াবা বিক্রির নগদ তিন হাজার টাকা পাওয়া যায়। তার বিরুদ্ধে সদরপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’