বগুড়ায় করোনা ও উপসর্গে ১৯ জনের মৃত্যু
বগুড়ার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৯ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ১৪ জন। এ সময়ে সুস্থ হয়েছে ২২৩ জন।
আজ মঙ্গলবার সকালে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
করোনা ও উপসর্গ নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল ও বগুড়া সিএমএইচে ১৯ জনের মৃত্যু হয়। এর মধ্যে অন্য জেলায় বসবাসকারী তিনজনের করোনায় মৃত্যু হয়েছে।
ডা. তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৩৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ২৪৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছে ২২৩ জন।