বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের হুঁশিয়ারি
আলেমের লেবাস ধরে একটি স্বার্থান্বেষী মহল, বঙ্গবন্ধুর অবমাননা করছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী নেতারা। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠিন অবস্থানে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার প্রতিবাদে আজ শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ব্যবসায়ী সংগঠনগুলোর মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি আসে।
সম্প্রতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে ব্যবসায়ীদের এই প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ডাকে এই কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ীদের সব অ্যাসোসিয়েশন ও চেম্বারের নেতারা। এ সময় তারা বলেন, ধর্মের নামে স্বাধীনতাবিরোধীদের বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র প্রশ্রয় দেবে না ব্যবসায়ী সমাজ।
ব্যবসায়ী নেতারা আরো বলেন, বঙ্গবন্ধুর এই অবমাননা, দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্রেরই অংশ। স্বাধীনতার বিপক্ষের এই শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার প্রত্যয়ও জানান তারা।
এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, 'বিএনপি-জামায়াতের ২০ দলীয় অংশের নেতৃবৃন্দ আমাদের সম্মানিত আলেম সমাজের লেবাসের আড়ালে আমাদের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। আমাদের স্বাধীনতার বিপক্ষে যারাই অবস্থান নিবেন তাদের সবার জন্য এটি একটি সতর্কবাণী।’
ঢাকার পাশাপাশি সারা দেশে এই প্রতিবাদী মানববন্ধন করেছে চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলো।