বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট
দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ও যানবাহনের চাপ বেশি থাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত থেকে শুরু করে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত যানজটে পড়েছে শত শত যানবাহন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে সিরাজগঞ্জ রোড গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কে যানজট রয়েছে। যানজট ছড়িয়ে পড়েছে ঢাকা-বগুড়া ও ঢাকা-পাবনা মহাসড়কে।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহহেল বাকী বলেন, রোববার রাতে মহাসড়কের পিংকি তেল পাম্পের সামনে দুটি ১০ চাকার ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ কারণে রাস্তা ব্লক হয়ে পড়েছে।
এসআই আরও জানান, লকডাউনে উত্তরবঙ্গ থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল না করলেও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী গণপরিবহণ আসছে। এ ছাড়াও উভয় লেনে পণ্যবাহী যানবাহনের চাপ রয়েছে। তবে একটি লেন চালু করে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।