‘বন্ধুকে উদ্ধার করতে গিয়ে’ প্রতিপক্ষের হাতে যুবক নিহত, আহত ২
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্ধুকে উদ্ধার করতে গিয়ে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে মো. তারেক (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. হেলাল উদ্দিন (২২) ও মো. শহীদ নামের আরও দুই যুবক আহত হন। উপজেলার ছদাহা ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
তারেক ছদাহা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে। আহত মো. হেলাল ও মো. শহীদ একই ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
তারেকের চাচাতো ভাই ফরহাদ ইসলাম জানান, ছদাহা ইউনিয়নের নুনুর বাপের হাট এলাকার মিনহাজ ও জুয়েল নামের দুই যুবকের সঙ্গে এক বছর ধরে শহীদের বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে চাকরির কারণে শহীদ নুনুর বাপের হাট এলাকায় গেলে তাঁকে আটক করেন মিনহাজ ও জুয়েলসহ তাঁদের লোকজন। এরপর তাঁকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে তারেক তাঁর তিন বন্ধু হেলাল, আবদুল্লাহ ও রকিবকে সঙ্গে নিয়ে অটোরিকশায় করে ঘটনাস্থলে গেলে সেখানে মিনহাজরা প্রথমে তারেককে কুড়াল দিয়ে দুই পায়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে চলে যায়। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন হেলাল। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তারেক।
পরে স্বজনেরা ঘটনাস্থল থেকে নিহত তারেককে উদ্ধার করেন এবং হেলাল ও শহীদকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর আহত দুজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব-বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত দুজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরার জন্য এরই মধ্যে পুলিশ কাজ শুরু করেছে।