বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলেকে পিটিয়ে হত্যা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/11/03/hizla-thana-barishal.jpg)
বরিশালের হিজলা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জব্বার মোল্লা (৪৫) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহত জব্বার মোল্লা ওই গ্রামের মৃত সিতু মোল্লার ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত সোমবার ভোরে মেঘনা নদীতে মাছ ধরে বাড়ি ফিরছিলেন জব্বার মোল্লা। পথিমধ্যে তিনি দেখতে পান একই গ্রামের রাকিব বালী রাস্তার পাশে প্রাকৃতিক কর্ম সারছেন। এতে জব্বার মোল্লা ক্ষিপ্ত হয়ে রাকিব বালীকে গালাগাল করলে রাকিবও তাঁকে গালাগাল করে। পরবর্তীতে যা নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ ঘটনার পর রাকিব বাড়িতে এসে তার স্বজনদের জানায়। পরে সকাল ১০টার দিকে রাকিব, তার মা পারভিন বেগম, দুই মামা শহীদ সরদার ও ইব্রাহিম সরদার এবং নানী জয়নব বেগমকে নিয়ে জব্বার মোল্লাও ওপর হামলা চালায়। বাড়ির সামনে এ হামলায় লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে জব্বার মোল্লা অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাঁর দুই মেয়ে বাঁচাতে এগিয়ে আসেন। তবে তারাও রাকিবদের মারধরের শিকার হন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে জব্বার মোল্লাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, প্রাথমিকভাবে জানা গেছে তুচ্ছ ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে অভিযুক্ত পারভিন বেগমকে আটক করে থানায় নিয়ে আসেন। তবে বাকিরা পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায়।
এদিকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে স্বজনরা।