চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
কুষ্টিয়ার ভেড়ামারায় জুনিয়াদহে আকরাম হোসেন (২৩) নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১০ আগাস্ট) রাতে এ ঘটনা ঘটে।
গতকাল দিনগত গভীর রাতে স্থানীয় হাসিবুল ও তানজিলের নেতৃত্বে বেশ কয়েক যুবক চোর সন্দেহে আকরাম হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে বাড়ি গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই তাঁর মৃত্যু হয়। তিনি জুনিয়াদহের খন্দকারপাড়ায় লালন শাহের ছেলে। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ আজ সকালে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে খন্দকারপাড়ার হাসিবুল নামের এক ব্যক্তির স্ত্রী দরজা খুলে ওয়াস রুমে যান। ফিরে এসে ঘড়ের মধ্যে আকরামকে দেখে চিৎকার দিলে তিনি পালিয়ে যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে হাসিবুল ও তানজিলের নেতৃত্বে বেশ কয়েক যুবক তাঁকে প্রথমে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এরপর আবার গতকাল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে বাড়ি গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর রাতেই তাঁর মৃত্যু হয়।
নিহত আকরামের মা নাদেরা খাতুন বলেন, ‘আমার সন্তান কিছু জানে না, তাকে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করে মেরে ফেলল ওরা। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।’
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, গতকাল রাতে আকরাম হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে নিহত আকরামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের হন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। মামলা হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’