বাংলাদেশে আরও ৩৫ লাখ ডোজ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ৩৫ লাখ ডোজ মডার্নার টিকা বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মার্কিন ওই কর্মকর্তা গতকাল শুক্রবার আরও জানিয়েছেন, আগামী সোমবার টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে।
এদিকে, যুক্তরাষ্ট্র গতকাল ইউক্রেনে ২০ লাখ ডোজ মডার্নার টিকা পাঠিয়েছে।
রয়টার্স জানিয়েছে, বিশ্বের দেশগুলোর সঙ্গে করোনার টিকা ভাগাভাগি করে নেওয়ার আন্তর্জাতিক কার্যক্রম কোভ্যাক্স-এর মাধ্যমে কিংবা পৃথিবীর অন্যান্য দেশকে সরাসরি টিকা পাঠানোর যে প্রতিশ্রুতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছেন, তারই অংশ হিসেবে মডার্নার এসব টিকা পাঠানো হচ্ছে।
হোয়াইট হাউসের কর্মকর্তা বলেন, ‘(ইউক্রেন ও বাংলাদেশ) উভয় দেশের বৈজ্ঞানিক দল এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ নিরাপদে ও কার্যকর উপায়ে দ্রুত টিকার চালান পাওয়া নিশ্চিত করতে একসঙ্গে কাজ করেছে।’