বাগেরহাটের রামপালে হত্যার অভিযোগে আটক ১
বাগেরহাটের রামপালে মল্লিক দিদারুল আলম (৫০) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম আব্দুস সাত্তার। তাঁরা একে অপরের চাচাতো ভাই।
মল্লিক দিদারুল আলম রামপালের বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামের ইউনুস মল্লিকের ছেলে।
বাগেরহাটের পুলিশ পরিদর্শক (মিডিয়া সেল) এস এম আশরাফুল আলম আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
আশরাফুল আলম জানান, বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের গাববুনিয়ার কুমলাই গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত পৌনে ১০টার দিকে দিদারুল আলম ও আব্দুস সাত্তারের বাকবিতণ্ডা হয়। এ সময় সাত্তারের ছেলে আবু বক্করও ছিলেন।
একপর্যায়ে সাত্তার ও বক্কর ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে দিদারুলকে জখম করেন। এ সময় দিদারুলের চিৎকারে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তাঁরা দিদারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মোংলা-রামপাল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল ও রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ওই রাতেই অভিযুক্ত আব্দুস সাত্তারকে আটক করে।
এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন। তিনি বলেন, ‘অপর অভিযুক্ত ব্যক্তিকে আটকের জন্য পুলিশি অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’