বাগেরহাটে আশ্রয়ণ প্রকল্পে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
বাগেরহাটের রামপালে আশ্রয়ণ প্রকল্পের অবহেলিত দরিদ্র বাসিন্দাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মো. রেজাউল করিম।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে ও রামপালের শ্রীফলতলার আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্য সেবাকেন্দ্রের সহযোগিতায় উপজেলার গৌরম্ভা ইউনিয়নে মুজিববর্ষে নির্মিত আশ্রয়ণ প্রকল্প-২-এ বসবাসকারীদের নিয়ে কেক কাটেন খোন্দকার মো. রেজাউল করিম।
পরে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ২৫টি পরিবারের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ সময় আশ্রয়ণবাসীর প্রত্যেকের মধ্যে কেক, মিষ্টি ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়া ডিজিটাল স্বাস্থ্যসেবা গ্রহণের সুবিধার্থে উপহার হিসেবে আশ্রয়ণবাসীকে একটি স্মার্টফোন প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী মো. গোলজার হোসেন, ‘আমাদের গ্রাম’-এর যুগ্ম পরিচালক খান জাহিদ হোসেন, তৌফিকুল ইসলাম, কাকলী রানী হালদার ও কর্মসূচি সংগঠক শেখ সাদীসহ অনেকে উপস্থিত ছিলেন।