বান্দরবানে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
বান্দরবান সদরের পশ্চিম বালাঘাটা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ইলিয়াস ওরফে ইউসুফ (৪৫)। আজ বুধবার রাতে পৌনে ৮টায় এ ঘটনা ঘটে। বান্দরবান থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন সিংহ এসব তথ্য জানান।
স্থানীয়রা জানায়, বান্দরবান পৌর শহরের পশ্চিম বালাঘাটা এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক ও আরেক আরোহী আহত হন। খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক পথচারীকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম মো. ইলিয়াস ওরফে ইউসুফ (৪৫)। তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ এলাকায়।
আহতেরা হলেন মোটরসাইকেল চালক আব্দুস সামাদ (১৭) এবং তার বন্ধু মোটরসাইকেল আরোহী মোহাম্মদ শাকিল (১৬)। আহতেরা বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের বাড়ি পশ্চিম বালাঘাটায়।
বান্দরবান থানার এসআই মিঠুন সিংহ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও মোটরসাইকেল চালক সামাদ এবং তার বন্ধু আহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।